মেজবানী মাংসের নাম শুনেই অনেকে হয়তো মনে করেন কত কিছুই না করতে হয় এই মাংস রান্না করতে। কিন্তু সত্যি কথা বলতে কি, সবকিছু হাতের কাছে থাকলে, এই মাংসটা রান্না করা কোনো ব্যাপারই না। আমি চেষ্টা করেছি খুব সহজ উপায়ে একদম অথেন্টিক মেজবানী মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরতে। আপনাদের ভালো লাগলেই আমার পরিশ্রম স্বার্থক হবে।
মেজবানী মাংসের মসলা তৈরী করতে লাগছে - মৌরী ২ টেবিল চামুচ - সাদা সরিষা ১ টেবিল চামুচ - মেথি ২ টেবিল চামুচ - জিরা/সাদা জিরা ২ টেবিল চামুচ - পোস্ত দানা ২ টেবিল চামুচ - রাঁধুনি মসলা ২ টেবিল চামুচ - জয়ত্রী ১০ গ্রাম - ১ টি জয়ফল - পিঁয়াজ বেরেস্তা ১ কাপ - শুকনো মরিচ ৩/৪ টি
মাংস রান্না করতে লাগছে - গরুর মাংস ২ কেজি - কলিজা ৫০০ গ্রাম - মগজ ২৫০ গ্রাম - আদা বাটা ২ টেবিল চামুচ - রসুন বাটা ২ টেবিল চামুচ - লবন ১ টেবিল চামুচ - ধনে গুঁড়ি ১ টেবিল চামুচ - হলুদের গুঁড়ি ০.৫ চা চামুচ - শুকনো মরিচের গুঁড়ি ২ টেবিল চামুচ - পিঁয়াজ বেরেস্তা ০.৫ কাপ - স্টার এনিস ৩/৪ টি - পিঁয়াজ কুচি ১ কাপ - ছোটো এলাচ ৫/৬ টি - লবঙ্গ ৭/৮ টি - আনুমানিক ১০ সেন্টিমিটার দারুচিনি - ৩ টি তেজপাতা - ১০/১২ টি কাবাবচিনি - শুকনো মরিচ ৫/৬ টি - কালো গোল মরিচ আনুমানিক ১৫ টি - গরম মসলার গুঁড়ি ১ চা চামুচ - রাঁধুনী গুঁড়ি ১ চা চামুচ - বাদাম বাটা ২ টেবিল চামুচ - পিঁয়াজ বেরেস্তা করার তেল ১ কাপ - টমেটো ১ কাপ - ঘি ০.৫ কাপ
এখানে ব্যবহার করা মসলাগুলির সাথে পরিচিত হতে এই ভিডিওটি দেখুন: https://youtu.be/uTHLBVggdVs ব্রেইন মাসালা ভিডিও: https://youtu.be/9DV_DNAkexg পিঁয়াজ বেরেস্তা রেসিপির ভিডিও: https://youtu.be/yhr-zbBDrXQ গরম মসলার গুঁড়ি রেসিপির ভিডিও: https://youtu.be/JerGm5Dg9kA
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1935 ঠিকানায়।
Be the first to comment