বৃষ্টির দিন একটু ভাজাভুজা না হলে কি আর আড্ডা জমে? তো এই আড্ডার জন্য একটু নতুন রেসিপি দিচ্ছি লইট্টা মাছের পাকোড়া। এই পাকোড়াটা যে খেতে কত মজা, সেটা না খেলে বিশ্বাস করতে পারবেন না। লইট্টা মাছ কিন্তু চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটা মাছ, আর এই রেসিপিটা আমার চট্টগ্রামের পুরনো বন্ধুদের উৎসর্গ করছি।
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1893 ঠিকানায়।