ভিন্ন কিছু। এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে সবকিছুর মধ্যে ভিন্নতা খোঁজা। খাবারও কিন্তু সেই ট্রেন্ডের বাহিরে যায়না। আর সেজন্য একটা ভিন্নধর্মী রেসিপি নিয়ে আসলাম আমার দর্শকদের জন্য। চট্পটা দৈ বেগুন। এইটা খেতেও যেমন চট্পটা (টক-ঝাল-মিষ্টি), সেরকমই চট্পট তৈরী করে ফেলা যায়। আমার বিশ্বাস এই রেসিপিটি আপনাদের ভীষন ভালো লাগবে।
তৈরী করতে লাগছে - - বেগুন ২৫০ গ্রাম (কম বেশী হলে কোনো ক্ষতি নেই) - টক দৈ ১ কাপ (ব্যবহারের আগে অবশ্যই অন্তত ১ পানি ঝড়িয়ে নিতে হবে) - লবণ ১ চা চামুচ - শুকনো মরিচের গুঁড়ি ১ চা চামুচ - গোল মরিচ ০.৫ চা চামুচ - কাঁচা মরিচ ৪/৫ টি - ভাজা জিরা গুঁড়ি ১ চা চামুচ - ১৫/২০ টি পুদিনা পাতা - চিনি ০.৫ চা চামুচ - বিট লবণ ০.৫ চা চামুচ - প্রয়োজন মতো কর্ণ ফ্লাওয়ার
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজ https://fb.com/rumanaranna -এ শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটির ব্লগ পোস্ট আছে http://rumana.net/1838 ঠিকানায়।