Corona Rap Song by doparbrand Samim Islam :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: *Song About* Song: Corona (করোনা) Singer: Samim Islam Lyric: Doparbrand Composition: Samim Islam Band: Doparbrand (ডপারব্যান্ড) Audio music: Youtube Audio library Video edditing: Samim Islam Audio & Video mix & Mast: Samim Islam :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: গানটিতে ভূল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শামিম ইসলাম এর এবারের গানটি হচ্ছে করোনা সম্বন্ধে। আমাদের এই করোনা ভাইরাস বাংলা রেপ গানটিতে তুলে ধরা হয়েছে চাউল চোরদের নিয়ে কিছু কথা যা আপনার বিবেক নাড়া দিতে পারে। সারা পৃথিবীর মানুষ যেখানে করোনা ভাইরাসের ভয়ে ঘরে বন্ধি হয়ে আছে। সেখানে বাংলাদেশের মানুষ চুরি করতে ব্যাস্ত হয়ে পড়েছে। বাংলাদেশের মানুষ যখন খাবার না পেয়ে খিদের জ্বালা স্বইছে সেখানে বাংলাদেশের কিছু চোর চাউলগুলো চুরি করে ধরা খাওয়ার ভয়ে চাউলগুলো পুকুরে ফেলে দিচ্ছে হাইরে মানুষ। এই সকল দৃশ্য দেখে মনে পড়ে যায় শেখ মুজিবের কথা। সেই কথাগুলোউ সুন্দর ভাবে গুছিয়ে বলা হয়েছে আমাদের এই করোনা ভাইরাস র্যা প গানে। আমাদের এই গানটি কাউকে আঘাত করার জন্য তৈরি করা হয়নি। এই গানটি শুনে যদি ধনি ব্যক্তিরা গরিব দুখী মানুষের পাশে দাঁড়ায় তাহলেই আমাদের এই গানটি সফলতা আসবে। Bangla song coronavirus, এর উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। যেহুতু করোনা ভাইরাস সারা বিশ্বকে কাপিয়ে তুলেছে তাই আমরা সবাই এখন আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাই যাতে করে আমাদের এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমরা বেশি বেশি ইবাদত করবো। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো। এটা মনে রাখবেন আল্লাহ ছাড়া আমাদেরকে এই মহামারি করোনা থেকে কেউ বাঁচাতে পারবে না।
আমাদের আরো গান আছে সেগুলো চাইলে দেখতে পারেন।
সফল (Sofol Rap song) https://www.youtube.com/watch?v=fGR8z...
মানুষ Manush Rap song https://www.youtube.com/watch?v=5g4La...
আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এইভাবে সাপোর্ট করলে আমরা আপনাদের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমি সাবস্কাইব এর কথা বলবো না কারণ আপনার যদি ভালো লাগে তাহলে আপনি এমনিতেই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনার মন্তব্য অবশ্যই করবেন।
যদি শুধুমাত্র এই গানের কথাগুলো নিতে চান মানে লিরিক তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিতে পারেন। আমাদের অফিসিয়ার ওয়েবসাইট: https://www.techsamimbd.xyz আমাদের ফেসবুক পেজ: https://web.facebook.com/techsamimbd24/ আমাদের টুইটার: https://twitter.com/IsalmSamim Thanks For Watching Don’t Forget To Subscribe #samimislam #doparbrand #Coronarapsong