মুর্শিদকুলি খাঁ-র দরবারে বাংলার কোষাধ্যক্ষ হয়েছিলেন উলা-বীর নগরের রামশ্বর মিত্র। কোষাধ্যক্ষদেরই ‘মুস্তাফি’ উপাধি দেওয়া হত। সেইকারণে শ্রীপুরের এই মিত্ররাও মুস্তাফি উপাধি লাভ করেছিলেন। তাঁরই পুত্র রঘুনন্দন মিত্র মুস্তাফি ছিলেন ধর্মপ্রাণ এবং সেকালের একজন প্রসিদ্ধ গণৎকার। মাঝে মধ্যেই তাঁকে ডেকে পাঠাতেন কৃষ্ণনগরের মহারাজা। আসলে রঘুনন্দন মিত্র মুস্তাফি ছিলেন রাজার পছন্দের মানুষদের মধ্যে একজন। সেই সময় রাজার সঙ্গে ঘটেছিল এক ঘটনা। তারপরই গোবিন্দ জিউ প্রতিষ্ঠিত হয়েছিলেন শ্রীপুরে। এর মাঝে ঘটেছিল আরও অনেক আশ্চর্য ঘটনা। ঠিক কী ঘটেছিল? শ্রীপুরে কীভাবে প্রতিষ্ঠিত হয় এই গোবিন্দ জিউ? তা জানালেন গোবিন্দ জিউ দেবোত্তর এস্টেটের কর্মকর্তা রাজীব মিত্র মুস্তাফি।
Be the first to comment