গান গাইতে পারা না পারার ব্যাপার নয়, গুন গুন করে গান গাওয়া বাঙালির আজন্ম স্বভাব। কখন কোন গান মনে বেজে ওঠে, যিনি গেয়ে ওঠেন তিনিও জানেন না। এমন একটা গানের সূত্র ধরেই আশরাফ উদাসের কাছে ছুটে যাওয়া। তার সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেওয়া, সাক্ষাৎকার নেওয়া, তাকে নতুন করে আবিস্কার করা।
কেউ একজন গেয়ে উঠেছিলেন জনপ্রিয় এই শিল্পীর দুটি গানের লাইন। মনে হলো গানটা যেনো কার? মনে পড়লো আশরাফ উদাসের। তিনি এখন কোথায় আছেন? কেমন আছেন? গানেই আছেন তো! নাকি জীবনের তাড়নায় শহর ছেড়ে দূরে কোথাও।
Be the first to comment