চোখের মনিটা তার কালো হওয়ার কথা ছিল; কিন্তু কালো নয়, হয়ে গেলো সাদা। নাম না বলে তার উদ্দেশ্যে কিছু বললে সেটা হয়তো সে বুঝতে পারবে না। যতক্ষণ না, তাকে একটু স্পর্শ করে ইঙ্গিত করা হবে যে তাকে কিছু বলা হচ্ছে। সে হয়তো আপনার দিকে তাকাবে। সেই তাকানোতে দৃষ্টি নেই। সেখানে শুধুই শূন্যতা। কারণ, তার চোখে যে আলো নেই! নিষ্ঠুর এই পৃথিবী তার চোখের আলো কেড়ে নিয়েছে ছয় বছর বয়সে। এখন সে দৃষ্টিহীন। সমাজ যাদের নাম দিয়েছে ‘অন্ধ’... বিস্তারিত পড়তে ক্লিক করুন-https://bit.ly/2NDdBur
Be the first to comment