তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে দেশ বদলে গেছে। বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না। ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। এখন আকাশ থেকেও কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। হাতিরঝিলে গেলে মনে হয়, প্যারিস শহরের কোনো অংশে এসেছি। আকাশ থেকে ঢাকা শহরকে লস অ্যাঞ্জেলেস মনে হয়। কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হয় এটি কোনো সিনেমার দৃশ্য।
আজ (বুধবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত তার সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বর্তমান সরকারের আমলে অর্থনৈতিক তথা সার্বিকভাবে বাংলাদেশের উন্নতি প্রসঙ্গে এসব কথা বলেন।
Be the first to comment