৭ দিন আগে জ্বর উঠে গৃহবধূ নূপুরের। এরপর বমি, মাথা, চোখসহ শরীর ব্যথা। ইঞ্জিনিয়ার স্বামী ডেঙ্গুর শঙ্কা নিয়ে জরুরি ছুটি নিয়ে ঘরে ফেরেন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টেস্টের পর ধরা পড়ে ডেঙ্গু। এর পরদিনই তিন বছরের একমাত্র সন্তান আরবীরও জ্বর উঠে। টেস্টের পর তারও ডেঙ্গু ধরা পড়ে। এখন মা-মেয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ওয়ার্ড ও বিছানা আলাদা।
সোমবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বাবার কোলে আরবী। ডেঙ্গুতে আক্রান্ত মা নূপুর মহিলা ওয়ার্ডে ভর্তি...
Be the first to comment