বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল দাবি করেছেন সাকিব কোনো অপরাধ করেনি।
এ বিষয়ে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল হতাশা ব্যক্ত করে জাগো নিউজকে বলেন, তার ছেলে এমন কোনো বড় অপরাধ করেনি যে তাকে এমনভাবে শাস্তি ভোগ করতে হবে। তিনি বিষয়টি পুনরায় বিবেচনার জন্য আইসিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এদিকে ক্ষোভে ফুঁসছে সাকিব আল হাসানের নিজ জেলা মাগুরার মানুষ। গণমাধ্যমে বিষয়টি জানার পর বিভিন্ন স্তরের মানুষ এটির প্রতিবাদে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
Be the first to comment