Skip to playerSkip to main content
  • 5 years ago
বয়স খুব বড়জোর তের-চৌদ্দ বছর। স্ট্যান্ডের ওপর রাখা ক্যামেরায় চোখ তার। শিশুটির সামনে দাঁড়ানো সমবয়সী আরও দুই শিশু। ক্যামেরার লেন্সে চোখ রাখা শিশুটি এক হাতে মোবাইল ফোনের বাটন চাপতেই গান বাজতে লাগল। কয়েক সেকেন্ড গান বেজে বন্ধ হতেই শিশুটি অ্যাকশন বলে চিৎকার করে উঠল।

তাদের বাসা পুরান ঢাকার লালবাগের খাজে দেওয়ান এলাকায়। কেউ অষ্টম আবার কেউবা নবম-দশম শ্রেণিতে পড়ে। তারা ইউটিউব চ্যানেল খোলার প্রস্তুতি হিসেবে বিভিন্ন চলচ্চিত্রের মজাদার ডায়ালগের দৃশ্য ধারণ করে টিকটক ও লাইকি ভিডিও তৈরি করছে। শিশুরা একাধিকবার পরিধেয় পোশাক ও স্থান পরিবর্তন করে ক্যামরায় নানা দৃশ্য ধারণ করে। পাঁচ-সাতজনের গ্রুপ নিয়মিত আড্ডায় বসে কীভাবে মজাদার টিকটক ভিডিও তৈরি করা যায়, তা নিয়ে তাদের পরিকল্পনা হয়।

আপাতত নিজেদের আনন্দের জন্য শুটিং করলেও ভবিষ্যতে ফেসবুকে ও ইউটিউবের মাধ্যমের টাকা-পয়সা রোজগারের উদ্দেশ্য তাদের।

পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অসংখ্য শিশু টিকটক ও লাইকি ভিডিও তৈরি করে জনপ্রিয় হওয়ার ‘বদভ্যাসে’ ঝুঁকে পড়ছে। তাদের কেউ মোবাইলে আবার কেউবা ক্যামরায় বিভিন্ন ছায়াছবির নায়ক ও ভিলেনদের দৃশ্য ধারণ করে ইউটিউব কিংবা ফেসবুকে ছাড়ছে। এগুলো করতে গিয়ে তাদের অনেকেই পড়াশোনায় পিছিয়ে পড়ছে।

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended