►টাইটানিকে সেরা 10(Ten) দৃশ্য।যা হয়তো আপনি এড়িয়ে গেছেন।

  • 7 years ago
টাইটানিকের এই দৃশ্যগুলো দেখে আপনার ছবিটা সম্পকে মোটামুটি ধারনা হবে । কতটা রোমান্টিক সিনেমা টাইটানিক। জাহাজ ডুবির ঘটনাকে কেন্দ্র করে ছবির কাহিনী। এখানে Titanic নায়ক জ্যাক লিও ওর্নাাদো ডি ক্যাপিও নিম্ন স্তরের সাধারন মানুষের ভুমিকায় অভিনয় করেছন। আর Titanic নায়িকা রোজ কেট উইন্সলেট) বিত্তবান পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক এখানে দুই স্তরের মানুষের মাঝে ভালবাসা ফুটিয়ে তুলেছেন। সিনেমাটি এতই সুন্দর যে একবার দেখলে বার বার দেখতে ইচ্ছা করে। এখানে টাইটানিক সিনেমাটির অনেক দূর্লভ দৃশ্য দেখতে পারবেন। ছবি গুলো ব্যক্তিগত ধারনা মতে সিরিয়াল নং প্রদান করা হয়েছে, যা কোন প্রকার বাস্তবিক সত্যতা নিশ্চিত করেনা। এটা একটা ধারনা মাত্র।

Recommended