Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/30/2017
মুন্সীগঞ্জের চাষীরা বিগত বছরগুলোতে সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপন করে ফসলতা পাওয়ায় এবারো ক্ষেতজুড়ে বসিয়েছে মৌবাক্স। এতে পরাগায়নে যেমন বাড়ছে সরিষার ফলন অন্যদিকে, আহরণ করা যাচ্ছে মধু।
মুন্সীগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং ও গজারিয়ার প্রায় ৩ হাজার ৩০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এসব ক্ষেত থেকে মৌমাছির সাহায্যে মধু সংগ্রহের জন্য স্থাপন করা হয়েছে মৌবাক্স।
তাতে রাখা হয়েছে একটি রানি মৌমাছি। এ কারণে ক্ষেতের পাশে যেখানেই ওই বাক্স রাখা হয় অন্য মৌমাছিরা আসতে থাকে। আসা যাওয়ার পথে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে রাখে। মৌমাছির তাপ ও বাতাসের মাধ্যমে ৬ থেকে ৭ দিনপর তা গাঢ় মধুতে পরিণত হয়।
ক্ষেতে মৌমাছি যে পরাগায়ন ঘটায় তাতে সরিষার দানা ভালো হয়। ফলনও স্বাভাবিকের চেয়ে ২০ ভাগ বাড়ে বলে জানান কৃষি কর্মকর্তা।

Category

🗞
News

Recommended