সাতকানিয়ায় ভোট কেন্দ্রে সংঘর্ষ

  • 4 years ago
চট্টগ্রামের সাতকানিয়ায় ভোট কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুরুল আমিন নামের এক ব্যক্তি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কেন্দ্র দখল করতে গিয়ে আওয়ামীলীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের । ঘটে ককটেল বিস্ফোরণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এঘটনায় আহত ১০ জনআর আটক ৫জন।
মুন্সিগঞ্জ সদরে আহত হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। ফেনী’র দাগনভূঁইয়ায় মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন হামলার শিকার হন। ঝিনাইদহের শৈলকুপায় কেন্দ্রের বাইরে সংঘর্ষ বাধে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে। শেরপুরের সংঘর্ষে আহত হন দুই জন। চাঁদপুরের ৫টি পৌরসভা নির্বাচনে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে। মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুরে কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে দুই মেয়র সমর্থকদের মধ্যে।
বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্যদিয়ে শেষ হয় হবিগঞ্জের ৫টি পৌরসভায় ভোটগ্রহণ। এ সময় সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।
ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থির সমর্থকদের সাথে বিজিবির দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
বরগুনায় বেশ কিছু কেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত করে বিজিবি। প্রার্থীদের সমর্থনে কেন্দ্র দখল করতে গেলে ঘটে গুলি বিনিময়ের ঘটনা। আহত হন ১০ জন। পটুয়াখালীর কুয়াকাটায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে সংঘর্ষ ।আর পিরোজপুরে স্বরূপকাঠিতে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্টে হামলার শিকার হয়। ঝালকাঠির নলছিটিতে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই জন।
এছাড়া, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে, নরসিংদির মাধবদিতে নির্বাচন স্থগিত করেছে কমিশন। এছাড়া, দেশের ৪০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আর অনিয়ম ও কারচুপির অযুহাতে ৩১ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

Recommended