Skip to playerSkip to main content
  • 9 years ago
ফসল ভালো ও বাজার দাম ভালো পাওয়ায় শেরপুরের চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছে মাসকলাই চাষে। এক সময় যেখানে শুধুই বালুচর ছিলো কিংবা বছরে এক দুইটা আবাদ করা হতো, সেখানে এখন দিগন্ত জুড়ে সবুজের সমারোহ। ফলে চরাঞ্চলে পাল্টে যাচ্ছে চাষাবাদের চিত্র।

ব্রহ্মপুত্র ও দশানী নদীর দুই পাড়ের চরাঞ্চলে এই সময়গুলোতে জমি পতিত থাকতো কিংবা কেউ স্বল্প পরিসরে আমন ধান চাষ করতো। কিন্তু এখন সবাই ঝুঁকছেন মাসকলাই চাষে।

সার ও পানির খরচ কম হওয়ায় একর প্রতি জমিতে ৪ থেকে ৫ হাজার টাকা ব্যায়ে আয় হয় ২৫ থেকে ৩০ হাজার।
মাসকলাইয়ের আবাদের পর অন্য ফসল রোপনে আবাদ ভালো হয়

এ বছর ৮শ ৪৩ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ৯শ ৮৪ হেক্টর জমিতে।

Category

🗞
News
Comments

Recommended