Skip to playerSkip to main contentSkip to footer
  • 9 years ago
নানা প্রতিবন্ধকতায় ভারত থেকে আমদানী করা কয়েক শত পণ্য চালান খালাস না হওয়ায় আটকা পড়ে বেনাপোল বন্দরে। বন্দরের কয়েকটি শেড ও ওপেন ইয়ার্ডের জায়গা দখল করে পড়ে আছে এসব পণ্য। বেশ কয়েক বছর ধরে বন্দরে এসব পণ্য পড়ে থাকায় শেডগুলিতে দেখা দিয়েছে পণ্যজট।

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। ৪০ হাজার মেট্রিক টন পণ্য ধারণ ক্ষমতা সম্পন্ন এ বন্দরে রয়েছে ওপেন ইয়ার্ডসহ ৪২টি শেড। ভারত থেকে আমদানি করা সব পণ্য রাখা হয় এ বন্দর শেডে।

অসাধু আমদানিকারকরা শুল্ক ফাঁকি দিতে ঘোষণার অতিরিক্ত মালামাল আমদানি করলে কাস্টমস কর্তৃপক্ষ সে সব পণ্য আটক করে। আমদানি করা ৪শ ৫৩টি পণ্যের চালানে ২ হাজার ৬শ ৪৬ মেট্রিক টন পণ্য রয়েছে। যা আটকা পড়ে আছে এক মাস থেকে শুরু করে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে।

নির্দিষ্ট সময় পার হওয়ার পরও এসব পণ্য থেকে বন্দর কর্তৃপক্ষ পোর্ট চার্জ আদায় করতে না পারায় এগুলো এখন বন্দরের বোঝা।

অনেকে আটক পণ্য ফেরত পেতে মামলা করায় দেখা দিয়েছে আইনি জটিলতা।

বন্দরে এ সমস্ত পণ্য জায়গা দখল করে পড়ে থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার।

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended