রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সিজক এলাকায় নির্বাচনী কাজ শেষে উপজেলা সদরে ফেরার পথে নয় কিলো এলাকায় দুর্বৃত্তের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- প্রিজাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি মো. আল আমিন, ভিডিপি বিলকিস আক্তার, জাহানারা, ভিডিপি মিহির কান্তি দত্ত, মন্টু চাকমা ও মো. আমির হোসেন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নির্বাচনী কাজ শেষে ব্যালট পেপার বহনকারী গাড়ি নিয়ে বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরছিলেন তারা। পথে নয় কিলো এলাকায় একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের উদ্দেশে তাদের গাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই সহকারী প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪ জন। তাদের উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামের সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।
Be the first to comment