Skip to playerSkip to main contentSkip to footer
  • 1/29/2017
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বহনকারী সেই ভ্যানচালক ইমাম শেখের চাকুরী হচ্ছে বিমানবাহিনীতে। শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আর ভ্যানটি উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়েছে বিমানবাহিনী। নেয়া হল যাদুঘরে।

আর দশজনের মতই নিতান্ত সাধারণ ভ্যান চালক শেখ ইমাম। প্রতিদিনের মত সেদিনও যাত্রী পরিবহনের জন্য অবস্থান করছিলেন পাটগাতী ভ্যানস্ট্যান্ডে। ২৭ জানুয়ারী এসএসএফের দু’জন কয়েকটি ভ্যান পরীক্ষা করে তারটি বাছাই করে।

সেই ভ্যানে করে কুয়াশামাখা গ্রামের পথে ঘুরে বেড়ান সরকার প্রধান। ভ্যানচালকের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে প্রধানমন্ত্রী জানতে পারেন তার ইচ্ছার কথা।

প্রধানমন্ত্রীর নির্দেশে যশোর বিমানবাহিনীর এসকট ডন লিডার হারুন অর রশিদ ও এসকট লিডার দেলোয়ার ভ্যান চালক ইমানকে নিয়ে যান যশোর সেনানিবাসে। সেখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে চাকুরী দেয়া হবে।

Category

🗞
News

Recommended