সুন্দরবনে দস্যুবৃত্তিতে থাকা আরো এক বাহিনী আত্মসমর্পন করলো আজ। দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করে নোয়া বাহিনী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, বাকিদেরও ফিরে আসার আহবান জানান। আর রেব মহাপরিচালক বেনজির আহমদ জানান, সুন্দরবনকে নিরাপদ করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সুন্দরবনে অবস্থানরত বঙ্গোপসাগরের দস্যু নোয়া বাহিনীর ১২ সদস্য আত্মসমর্পন করলো। কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ২৫টি অস্ত্র ও সহস্রাধিক গুলি জমা দেয় তারা।
যারা আত্মসমর্পন করবে তাদের পুনর্বাসনে সহায়তা দেয়া হবে জানিয়ে রেব মহাপরিচালক বলেন, সুপথে না ফিরে মৃত্যুর মুখোমুখি হতে হবে।
দস্যুতার সঙ্গে যুক্ত সব বাহিনীই নজরদারিতে আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, অপরাধ করে কেউ রেহাই পাবে না।