চলাচলের অনুপযোগী হওয়ায় চাঁদপুরের কামতা বাজার ব্রীজ পুননির্মানের টেন্ডার হয় গেল বছর। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করলেও একটি মহলের বাঁধার কারণে তা বন্ধ হয়ে আছে। তবে, এলজিইডি বলছে, ভিন্ন কথা।
লক্ষ্মীপুর জেলা সদর, রামগঞ্জ ও রায়পুর উপজেলার সঙ্গে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের সড়ক যোগাযোগের একমাত্র সড়কের সুবিদপুরের কামতা বাজার ব্রীজ। এটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন করে নির্মানের জন্য গত বছরের নভেম্বরে টেন্ডার দেয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করলেও একটি প্রভাবশালী মহল ব্রীজটি অন্যস্থানে সরানো পায়তারা শুরু করে।
এ কারণে বন্ধ হয়ে রয়েছে ব্রীজ নির্মানের কাজ। ফলে জীবনের ঝুঁকি নিয়েই এ পথে চলাচল করছে পথচারি ও গাড়ি।
এ ব্যাপারে জেলা নির্বাহী প্রকৌশলী জানান, বর্ষার পানি কমলেই ব্রীজ নির্মানের কাজ শুরু হবে।