খাগড়াছড়ির পাহাড়ী এলাকায় এবার আম্রপালি জাতের আমের ভাল ফলন হয়েছে। সুগন্ধি, মিষ্টি সুস্বাদু এ আম সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বাগান পরিচর্যায় মালিকদের পরামর্শ দিয়েছে পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র। মৌসুমজুড়ে বাজারে ভালো লাভের আশা করছেন আম চাষীরা। সুস্বাদু ও সুগন্ধি আম্রপালি জাতের আম প্রথমে ভারত থেকে আনা হলেও, এখন খাগড়াছড়ির স্থানীয় জাত হিসেবেই পরিচিতি পেয়েছে। পাহাড়ী এলাকায় এ আম চাষ করে বাম্পার ফলন পেয়েছেন চাষীরা। বিষ ও ফরমালিনমুক্ত রাখতে, বাগান মালিক ও চাষীদের নিয়মিত পরামর্শ দিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। কৃষি বিভাগ বলছে চলতি বছরে জেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।
Be the first to comment