বান্দরবানে ঐতিহ্যবাহী জলকেলী উৎসবে মেতেছে আদিবাসী মারমা সম্প্রদায়। তাদের এ উৎসব সাংগ্রেং পোয়ে নামে পরিচিত। রীতি অনুযায়ী ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। এতে মারমাদের সঙ্গে অংশ নিয়েছে অন্য সম্প্রদায়ের মানুষও।
আদি আচার-অনুষ্ঠান, কৃষ্টি-সংস্কৃতি ঐত্যেহের ধারায় মেতেছে পাহাড়ী জনপদ বান্দরবান। জলকেলীর মাধ্যমে নতুন বছরকে বরণ করার রীতি মারমা সম্প্রদায়ের বহুপুরোনো। এর আগে, চন্দন পানি দিয়ে বুদ্ধমূর্তিকে স্নান করিয়ে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে রাজার মাঠে নিজেস্ব সংস্কৃতির গানের সঙ্গে পরিবেশিত হয় নাচ। অনুষ্ঠিত হয় পাহাড়ি খেলা।
এরপর কয়েকটি দলে ভাগ হয়ে আদিবাসী মারমা তরুণ-তরুণীরা জলকেলি উৎসবে মেতে উঠে। এতে অংশ নেয় বিদেশি তরুণ-তরুণীরাও।
আদিবাসী মারমা সম্প্রদায়রা একে অন্যের গায়ে পানি বর্ষণের মাধ্যমে বর্ষ বরণ ও বিদায়ের পাশাপাশি পেছনের সব ভুল ও গ্লানী ধুয়ে মুছে নেয়।
Be the first to comment