কুমিল্লা সিটি কর্পোরেশনের আবর্জনা নিয়ে ভোগান্তিতে ২৫টি গ্রামের অধিবাসী। আবাসিক এলাকা এবং জনবহুল সড়কের পাশে নগরীর একমাত্র ভাগাড়ের দুর্গন্ধ আর জীবানুতে নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই অবস্থা থেকে দ্রুত পরিত্রান চায় তারা। নগরীর ৬ লাখ মানুষের জন্য জগন্নাথপুর ইউনিয়নে রয়েছে আবর্জনা ফেলার একটি মাত্র ভাগার। সকালে ও রাতে সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলা হয় এখানে। একমাত্র এই ভাগারটি আবাসিক এলাকার কাছাকাছি হওয়ায় ভোগান্তিতে ২৫ গ্রামের মানুষ। এছাড়া, এর মাঝ দিয়েই গেছে কুমিল্লা-বিবিবাজার স্থলবন্দর সড়ক। এসব আবর্জনা থেকে জীবানু ছড়িয়ে পড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা। সিটি কর্পোরেশন ভাগাড়ের আবর্জনা ডাম্পিং করে মাটিচাপা দেয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। আবর্জনার ভাগাড়টি লোকালয়ের বাইরে নেয়ার দাবি এলাকাবাসীর।