Skip to playerSkip to main content
  • 10 years ago
মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। এতে জেলে, মাছ ব্যবসায়ী, ক্রেতা বেজায় খুশি। তবে, সরকারের বেঁধে দেয়া ১৫ দিনের নিষিদ্ধ সময় শেষেও প্রচুর মা ইলিশ ধরা পড়ছে। এতে এ মাছের বংশবিস্তার নিয়ে শংকিত সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুরে মেঘনা নদীর বাত্তির ঘাট, সাহেবের হাট, কালকিনি ও সদর উপজেলার চরমনী মাছ ঘাটে শতশত নৌকা নিয়ে ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলার প্রায় ৪০ হাজার জেলে।

মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এনিয়ে পাইকার, আড়ৎদার, জেলে ও ক্রেতা-বিক্রেতাদের পদভারে মুখর মাছ ঘাটগুলো। দাম কম হওয়ায় বিভিন্নস্থান থেকে ছুটে আসছেন ক্রেতারা।

মা ইলিশ রক্ষায় সরকারের বেঁধে দেয়া ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো ডিমওয়ালা মাছ ধরা পড়ছে।

বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানালেন মৎস্য কর্মকর্তা।

আশ্বিনের ভরা পূর্ণিমায় মা ইলিশ ডিম ছাড়ে। পূর্ণিমার আগে পরে ১৫ দিনকে ইলিশের প্রজনন মৌসুম ধরা হয়।

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended