Skip to playerSkip to main content
  • 10 years ago
বাংলাদেশে জালের মত ছড়িয়ে আছে কয়েক’শ নদী। এর বেশীর ভাগই নারী কেন্দ্রিক। যার নেপথ্যে আছে প্রাচীন প্রেম কাহিনী।
বাঙালী জাতি ভাবুক আর আবেগী হওয়ার বড় কারন এর নদী। বছরের বড় একটা সময় নদীর উপচে পড়া জলে ঢাকা এ জনপদের মানুষের মনে ঠাই করে নেয় ভাবনা। যোগ হয় প্রেম আর ভালোবাসার বিষয়গুলো। আবার বর্ষা শেষে পলি মাটির উর্বরতার কারণে খুব কম শ্রমে চাষাবাসের সুযোগও যোগ হয়েছে আবেগ প্রবণতা। তাইতো জীবনের বাঁকে বাঁকে জড়িয়ে থাকা নদীর নামকরণ হয়েছে প্রেয়সী বা ওই এলাকার কাহিনীর চরিত্র ভিত্তিক।
দেশের দীর্ঘতম যমুনার নদীর নামের সূত্র মেলে ঋগবেদ ও অথর্ববেদে। জগতের পাপস্খালন করতে যমরাজের বোন যমুনা তাঁর প্রেমিক কৃষ্ণের সঙ্গে মিলনের স্থান হতেই এ নদীর উৎপত্তি।
হিমালয় আর গঙ্গার সংগমে স্রোতধারা বাংলাদেশে পদ্মা রূপে বয়ে গেছে। এমন লোককাহিনী প্রচলিত আছে মেঘনা নিয়েও।
আরাকান রাজকন্যা আর চট্টগ্রামের রাজপুত্রের মৃত্যুর কাহিনী নিয়ে নামকরণ হয় কর্ণফূলীর। নৌভ্রমণের সময় পানিতে পড়ে যাওয়া রাজকন্যার কানে গোঁজা ফুল খুঁজতে গিয়ে দু’জনেরই প্রাণ হারান এই নদীতে।
এমনি অনেক নদীর নামকরণ আর জন্মের ইতিহাস এখন ফিকে হয়ে হারিয়ে গেছে বা যাচ্ছে। যেগুলো একটা সময় আমাদের ইতিহাস ঐতিহ্য আর গল্প উপাখ্যানেরই অংশ ছিলো।

https://www.youtube.com/watch?v=_qvCAh3T89o&index=50&list=PLHBPDs8hvmuKGOdGsLDAev-9PVl1x-5eN

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended