কবি হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার ভক্তরা প্রতিদিনই ভীঢ় করছেন নুহাশ পল্লীতে। 2013_07_19
বাংলা সাহিত্যের কাল পুরুষ হুমায়ুন আহমেদ নিজ হাতে গাজীপুরে গড়েছেন নুহাশ পল্লী। নিজের পছন্দের লিচুতলায়ই চির নিদ্রায় শায়িত হয়েছেন কল্প-সাহিত্যের এ পথিকৃৎ। প্রতিদিনই প্রিয় মানুষটির সৃষ্টি নুহাশ পল্লী দর্শন আর কবর জিয়ারত করতে ভিড় করছে অগনিত ভক্ত প্রাণ।
জেলা শহর থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে মির্জাপুরের পিরুজালী গ্রামে ৪০ বিঘা জমির ওপর বানানো হয়েছে নুহাশ পল্লী। ছেলে নুহাশের নামে গড়ে তোলা এই অবকাশ কেন্দ্রের উত্তরপাশে তৈরি দিঘীর নাম লীলাবতী। হুমায়ুন আহমেদ-শাওন দম্পতি’র অকালপ্রয়াত কন্যাশিশুর নামে দিঘীর নাম।
প্রতিদিনই দল বেধে হুমায়ুন-ভক্তরা ছুটে আসছেন প্রিয় সাহিত্যিকের দৃষ্টি নন্দিত মনোরোম এই সৃষ্টিকর্ম দেখতে।
Be the first to comment