নিজের মন্ত্রিসভার দিকে ইঙ্গিত করে জ্যোতি বসুর মন্ত্রিসভার সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, চোরদের সরকারে থাকা যায় না। সেই আমলেও যে দুর্নীতি ছিল তা প্রমাণ করতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই কথাকে ব্যবহার করছে বর্তমান শাসক দল। বুদ্ধদেববাবু কিন্তু ওই কথা বলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এখন কি তাহলে দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভায় থাকা নিয়ে, অথবা অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভায় রাখা নিয়ে আর কারও কোনও আপত্তি নেই?
While Buddhadeb Bhattacharjee resigned from the Left Front ministry after accusing it of being corrupt the present TMC disposition in Bengal has so far not taken any step against senior minister Partha Chatterjee accused in the multi crore school recruitment scam
**************************************************** PLEASE SUBSCRIBE US ON YOUTUBE: https://bit.ly/3PqyfO8 **************************************************** Please Follow Us On Facebook: https://www.facebook.com/4thPillarWeT Please Follow Us On Twitter: https://twitter.com/4thpillars
4thPillarWeThePeople জেলায় আসতে চলেছে। বাংলা জুড়ে ছড়িয়ে থাকা স্বাধীন, যুক্তিবাদী, বহুত্ববাদী, গণতান্ত্রিক মিডিয়ার একত্র হওয়ার সময় এসেছে। আসুন এক সঙ্গে কাজ করি।
Be the first to comment