অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেইরের জামিন সুপ্রিম কোর্টের একটি মাইলফলক রায়। জুবেইরের জবান ও টুইট বন্ধ করার সরকারি আর্জি খারিজ করেছে আদালত। ভবিষ্যতের হয়রানি থেকেও দিয়েছে তাকে নিরাপত্তা। আইনের অপব্যবহার করে একের পর এক মামলা সাজিয়ে তাঁকে অনির্দিষ্টকাল বন্দী করে রাখার সরকারি চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে এই রায়। মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এই রায় ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে থাকবে।
Mohammed Jubair's bail in supreme court is landmark judgement as it protects him from future harassment by the state and restores his right to freedom of speech.
**************************************************** PLEASE SUBSCRIBE US ON YOUTUBE: https://bit.ly/3PqyfO8 **************************************************** Please Follow Us On Facebook: https://www.facebook.com/4thPillarWeT Please Follow Us On Twitter: https://twitter.com/4thpillars
4thPillarWeThePeople জেলায় আসতে চলেছে। বাংলা জুড়ে ছড়িয়ে থাকা স্বাধীন, যুক্তিবাদী, বহুত্ববাদী, গণতান্ত্রিক মিডিয়ার একত্র হওয়ার সময় এসেছে। আসুন এক সঙ্গে কাজ করি।