Skip to playerSkip to main content
  • 5 weeks ago
শুরুতে ভট্টাচার্যদের পুজো হিসেবেই পরিচিত ছিল এই দুর্গোপুজো। পরে এই পরিবারের সদস্য আশুতোষ ভট্টাচার্য কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। তাঁর পাণ্ডিত্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে। শাস্ত্রী উপাধি পান তিনি। সেই থেকে এই বাড়ির নাম হয় শাস্ত্রী বাড়ি। পরিবারের বর্তমান সদস্যরা জানান, আশুতোষ শাস্ত্রীর সময়েই পুজোর রমরমা বাড়ে। এই এলাকার প্রাচীন ইতিহাসে কথিত রয়েছে, কলকাতার কালীঘাট থেকে আদি গঙ্গার প্রবাহমান ধারা বয়ে যেত দক্ষিণ বিষ্ণুপুরের মহাশ্মশানে। আদিগঙ্গা দিয়েই আগে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত করত ইংরেজ থেকে শুরু করে এলাকার জমিদাররা। তন্ত্রমতে দেবীর পুজো লোকমুখে কথিত, তৎকালীন সময়ে তন্ত্রসাধনা করে এলাকায় নাম ডাক করেছিলেন বামাচরণ ভট্টাচার্য । তারপর এক জমিদার প্রণামীস্বরূপ বামাচরণ ভট্টাচার্যকে তাঁর জমিদারের অংশ থেকে বেশকিছু জমি দান করেন ৷ এরপর বামাচরণ 1593 সালে দক্ষিণ বারাসতে ভট্টাচার্য বাড়ির সুবিশাল দালান বাড়ি প্রতিষ্ঠা করে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন । তান্ত্রিক হওয়ার জন্য তন্ত্র মতে দেবীর আরাধনা করতেন ৷ সেই থেকে এখনও এখানে তন্ত্র মতেই পুজো হয় । এই পরিবারের দুর্গাপুজো এ বছর আনুমানিক 432 বছরে পদার্পণ করল। কীভাবে ভট্টাচার্যদের দুর্গাপুজো শাস্ত্রী হয়ে গেল ? এর পিছনে লুকিয়ে রয়েছে প্রাচীন ইতিহাস ৷ এই পরিবারেরই সদস্য আশুতোষ ভট্টাচার্য কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ ৷ তাঁর পাণ্ডিত্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে। শাস্ত্রী উপাধিতে ভূষিত হন তিনি ৷ সেই থেকে ভট্টাচার্য বাড়ির নাম হয় শাস্ত্রী বাড়ি। প্রায় 432 বছরের এই পুজোর রীতিনীতিতে তেমন পরিবর্তন হয়নি বলেই জানালেন শাস্ত্রী বাড়ির সদস্যরা। এখনও এই পুজোয় চালু রয়েছে পশুবলি প্রথা । রীতি মেনে মোট 5টি পাঁঠা বলি দেওয়া হয়। এছাড়াও কুমড়ো ও আখ বলিও দেওয়া হয় ৷ ভোগ বিতরণও শাস্ত্রী বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য। পরিবারের সদস্যরা জানান, সপ্তমী-অষ্টমী ও নবমীতে ভোগের ব্যবস্থা থাকে । আগে আমিষ ভোগের চল থাকলেও, এখন নিরামিষ ভোগ দেওয়া হয় ৷রানি রাসমণির সময়কালে জমিদারি ফুলে ফেঁপে ওঠে এ বিষয়ে পরিবারের এক সদস্য সন্দীপ ভট্টাচার্য বলেন, "400 বছর আগে সুন্দরবনের এই দক্ষিণ বারাসাতে ঘন জঙ্গল কেটে বসতি স্থাপন করেন বামাচরণ ভট্টাচার্য। তিনি এখানেই তন্ত্রসাধনা করে তান্ত্রিক হয়ে ওঠেন ৷ এছাড়াও রানি রাসমণির সময়কালে আমাদের জমিদারি ফুলে ফেঁপে ওঠে। আশুতোষ ভট্টাচার্যের সময়কাল থেকে আমাদের এই ভট্টাচার্যের বাড়ির দুর্গাপুজো এলাকায় পরিচিতি লাভ করে শাস্ত্রী বাড়ির দুর্গাপুজো হিসেবে।"

Category

🗞
News
Transcript
00:00গোরার দিকে অবশ্র ভত্টা জার্জ দের পুজো হিশ্য়ে পরি জিতো ছিলো এই দুর গত্ষপ পরে এই পরিবারে সদ্শ্র আসুতো ভত্টা জার্�
00:30কাদো ছালে পুজো সুরো হিলো কারহাত্ত্য়ে সুরো হিলো আস্টা আস্টি আনুমানে চাস্টি দিকো ইর্টি ইরো আকে ইনি সুর করত্য়ে
01:00কাকো করমালে মধসুর দিকে আস্টি মধলোবুসে মধদ্য়েছ্পার পফিকের ইনি আস্টি আস্টি পাদ্টি আস্টি হিকের পিলো হপিকরস্টি প�
01:30So when I come to work with my university I'm ready to go with this video
01:36So here's our program
01:38We'll see
01:405th deadline of his work
01:58Our coming source takes no harm to us,
02:04We all have the first day.
02:07We all have to fight a fall,
02:09we all have to fight, and we must often do this.
02:13Then we all have to fight the right day.
02:17We have five months of prayer,
02:20four months of prayer, nine months of prayer,
02:26and three months of prayer.
02:29We have one more.
02:30The rest of the world is gone.
02:34They are not in the world.
02:38They are not in the world of faith.
02:43They are in the world of faith.
02:47The faith is a certain person from the world.
02:51It is a different person from the world of faith.
02:55This person comes in a very same way.
02:57આગે આમીસ્ભોગેર ચલથાક લેઓ એખો નામીસ્ભોગી દે આહા એ ખાને ઈ ટી ફી ભારોત દોખીન ચોબીસ પરગોના
Be the first to comment
Add your comment

Recommended