দেবদেবীর মূর্তি থেকে গয়না, ঘর সাজানোর রকমারি জিনিস ৷ ডোকরার হাত ধরে এসব বাঙালির ঘরে ঘরে ঢুকে পড়েছে । রাঢ় বাংলার বিখ্যাত ডোকরা শিল্প সুদূর বিদেশেও সমাদৃত । হুগলিতে এবার পুজোর থিমে ধরা পড়ল বাঁকুড়ার ডোকরা শিল্প ৷বাঁকুড়ার ডোকরা শিল্প তুলে ধরার জন্যই মণ্ডপসজ্জা করেছে উত্তরপাড়া ভদ্রকালী বলাকা সর্বজনীন। তাদের পুজো 110 বছরে পা-দিল। প্রতি বছর নানা ধরনের মণ্ডপসজ্জা করা হয়। এবছরও আলাদা মাত্রা দেওয়া হয়েছে ৷ এই মণ্ডপে বহু দর্শনার্থীর আগমন ঘটেছে গত তিন দিনে ৷ ডোকরার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে । সেই কাজ মণ্ডপের বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে । সেই সঙ্গে প্রতিমাতেও ডোকরা শিল্পের ছোঁয়া পাওয়া গিয়েছে । কালো রঙের উপর সোনালির ছটায় নকশা দিয়ে সাজানো পুরো মণ্ডপ। প্রতিমা মূর্তিতেও সোনালি আভা রয়েছে । সপ্তমী থেকে নবমী ভিড়ে ঠাসা ছিল পুজো মণ্ডপ।ভদ্রকালী বলাকা সর্বজনীনের এক কর্মকর্তা জয় সেনগুপ্ত ৷ তিনি বলেন, "প্রত্যেক বছর দর্শকদের আনন্দ দিতে আমাদের মণ্ডপসজ্জা করা হয়।বাঁকুড়ার হারিয়ে যাওয়া ডোকরা শিল্প, নতুন প্রজন্মের অনেকেই জানেন না ৷ বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলের রুজি-রুটি নির্ভর করে এই শিল্পের উপর। সেই শিল্পকেই আমরা মণ্ডপে রূপ দিয়েছি ৷ ডোকরা শিল্পীরা যেভাবে বিভিন্ন পুতুল, হাতি, ঘোড়া ও মূর্তি তৈরি করেন তার সবকিছুই মণ্ডপে সাজানো। বহু মানুষ এসেছেন আমাদের পুজো মণ্ডপে ৷ মানুষের ভালোবাসা ও আর্থিক সহযোগিতাকে পাথেয় করে আমরা পুজো করি। এটা হুগলি জেলার অন্যতম প্রাচীন বারোয়ারি পুজো।
00:0010 years after the 16th anniversary of the 15th anniversary of 19th anniversary, including the two people who have had more than 2 people who have gone to the city.
00:19and the government, they are dealing with the investors,
00:23they are working with us, who do they do?
00:27The country has been doing this,
00:31so it's the place that the people are doing this,
00:35they're trying to get things to the public,
00:39so that the government is doing this,
00:43for example, everywhere the people who are in their own houses
00:46We've been having to do a lot of the work.
00:47We've been doing a lot of work.
00:48We've been doing the work of the work of the people and the public health care community.
00:57We've been doing the work of the people and the community.
01:05We've been doing this stuff.
01:09We've done a lot of work.
01:11How did you do this job?
01:13There are many people who are not seeing their parents, their children, their children, their hands.
01:24They are all people who have seen their faces and their faces.
01:28We have to ask for the answers, and we will have to keep our questions, and if we have to keep our questions, we will keep our community.
01:39It is shocking, even though it has become a big part, I believe.
01:43We have a lost result from every person.
01:47What isohan is a good person standing in Austin?
01:48Yes, there's green up,
01:49someone from which to whom there is just feed,
01:51we are noting someone at all,
01:53any who are moving or all шah they have in the front of Waviour movement,
02:00they are running into a thousand dollars for that 1000 hours.
02:03I was surprised that the Pujo Committee was part of the Pujo Committee.
02:09What is the idea of the Pujo Committee?
02:11The Pujo Committee is very human,
02:14who is very human.
02:15When the Pujo Committee is very human,
02:18everything is important.
02:20Every time the Pujo Committee is a big part of the Pujo Committee,
Be the first to comment