Skip to playerSkip to main content
  • 5 weeks ago
শুরুতে ভট্টাচার্যদের পুজো হিসেবেই পরিচিত ছিল এই দুর্গোপুজো। পরে এই পরিবারের সদস্য আশুতোষ ভট্টাচার্য কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। তাঁর পাণ্ডিত্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে। শাস্ত্রী উপাধি পান তিনি। সেই থেকে এই বাড়ির নাম হয় শাস্ত্রী বাড়ি। পরিবারের বর্তমান সদস্যরা জানান, আশুতোষ শাস্ত্রীর সময়েই পুজোর রমরমা বাড়ে। এই এলাকার প্রাচীন ইতিহাসে কথিত রয়েছে, কলকাতার কালীঘাট থেকে আদি গঙ্গার প্রবাহমান ধারা বয়ে যেত দক্ষিণ বিষ্ণুপুরের মহাশ্মশানে। আদিগঙ্গা দিয়েই আগে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত করত ইংরেজ থেকে শুরু করে এলাকার জমিদাররা। তন্ত্রমতে দেবীর পুজো লোকমুখে কথিত, তৎকালীন সময়ে তন্ত্রসাধনা করে এলাকায় নাম ডাক করেছিলেন বামাচরণ ভট্টাচার্য । তারপর এক জমিদার প্রণামীস্বরূপ বামাচরণ ভট্টাচার্যকে তাঁর জমিদারের অংশ থেকে বেশকিছু জমি দান করেন ৷ এরপর বামাচরণ 1593 সালে দক্ষিণ বারাসতে ভট্টাচার্য বাড়ির সুবিশাল দালান বাড়ি প্রতিষ্ঠা করে নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন । তান্ত্রিক হওয়ার জন্য তন্ত্র মতে দেবীর আরাধনা করতেন ৷ সেই থেকে এখনও এখানে তন্ত্র মতেই পুজো হয় । এই পরিবারের দুর্গাপুজো এ বছর আনুমানিক 432 বছরে পদার্পণ করল। কীভাবে ভট্টাচার্যদের দুর্গাপুজো শাস্ত্রী হয়ে গেল ? এর পিছনে লুকিয়ে রয়েছে প্রাচীন ইতিহাস ৷ এই পরিবারেরই সদস্য আশুতোষ ভট্টাচার্য কলকাতার সংস্কৃত কলেজের অধ্যক্ষ ৷ তাঁর পাণ্ডিত্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে। শাস্ত্রী উপাধিতে ভূষিত হন তিনি ৷ সেই থেকে ভট্টাচার্য বাড়ির নাম হয় শাস্ত্রী বাড়ি। প্রায় 432 বছরের এই পুজোর রীতিনীতিতে তেমন পরিবর্তন হয়নি বলেই জানালেন শাস্ত্রী বাড়ির সদস্যরা। এখনও এই পুজোয় চালু রয়েছে পশুবলি প্রথা । রীতি মেনে মোট 5টি পাঁঠা বলি দেওয়া হয়। এছাড়াও কুমড়ো ও আখ বলিও দেওয়া হয় ৷ ভোগ বিতরণও শাস্ত্রী বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য। পরিবারের সদস্যরা জানান, সপ্তমী-অষ্টমী ও নবমীতে ভোগের ব্যবস্থা থাকে । আগে আমিষ ভোগের চল থাকলেও, এখন নিরামিষ ভোগ দেওয়া হয় ৷রানি রাসমণির সময়কালে জমিদারি ফুলে ফেঁপে ওঠে এ বিষয়ে পরিবারের এক সদস্য সন্দীপ ভট্টাচার্য বলেন, "400 বছর আগে সুন্দরবনের এই দক্ষিণ বারাসাতে ঘন জঙ্গল কেটে বসতি স্থাপন করেন বামাচরণ ভট্টাচার্য। তিনি এখানেই তন্ত্রসাধনা করে তান্ত্রিক হয়ে ওঠেন ৷ এছাড়াও রানি রাসমণির সময়কালে আমাদের জমিদারি ফুলে ফেঁপে ওঠে। আশুতোষ ভট্টাচার্যের সময়কাল থেকে আমাদের এই ভট্টাচার্যের বাড়ির দুর্গাপুজো এলাকায় পরিচিতি লাভ করে শাস্ত্রী বাড়ির দুর্গাপুজো হিসেবে।"

Category

🗞
News
Transcript
00:00গোরার দিকে অবশ্র ভত্টা জার্জ দের পুজো হিশ্য়ে পরি জিতো ছিলো এই দুর গত্ষপ পরে এই পরিবারে সদ্শ্র আসুতস ভত্টা জার্জ
00:30মাদের পুজো শুরো হিলো করহাত্ত্য়ে সুরো হিলো হিলো আস্য়ে আস্টা আনোমানে ছাশ্টি দিকবাত্র ইরো আকে ইনি সুরো পরেছে
01:00সুরাজে মাদে করস্ধষ্টি লোমাডিষ্টক্য়ে আস্টিকর সুর মাদ্ছু বাকানের সুোচ্টি করে পুজোদ্টি হুয়ে পরের সুুতবাক আস্�
01:30We all are out of here.
01:31All of us should come to the dirigh te.
01:36Let's see if we get out of here.
01:38It is a very difficult time for us to be able to live in the future.
01:58We have a very difficult time for us to be able to live in the future.
02:03Sometimes we have to learn more about our System of Life because we have worked hard only in the same kind at E место as our business system..
02:13And it is getting more in the same place and more day when we are doing 13, we are going to put some record
02:17We are doing the same same morning in SMS, SMS, SMS, gag ideas..
02:24We are just trying to and seek second comment on this earlier
02:29It is not a child without a child.
02:31I was like, I don't understand why he was a child.
02:37The child was the only child.
02:39He was the only child as a child.
02:41I don't think he was a child.
02:43It was a child, even though he was a child.
02:47By the time thinking, I would have had the second child.
02:50I would have had the child together.
02:51He is the only child.
02:52The child can be very by child.
02:54He died as a child.
02:56આગે આમીશ્ભોગેર ચલથાક લેઓ એખનબુષ્ણ નીરામીશ્ભોગી દે આહાયે ખાને
03:01ETV bharot, 2 kintxo bispolgona
Be the first to comment
Add your comment

Recommended