আরতুগ্রুল গাজি এমন একটি ইতিহাস যা মুসলিম উম্মাহর এক নব-উত্থানের গৌরবোজ্জ্বল সোনালী অধ্যায়ের গল্প | আরতুগ্রুল উসমানীয় তুর্কি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম উসমানের পিতা। তিনি অঘুজ তুর্কিদের কায়ি গোত্রের নেতা ছিলেন। বাইজেন্টাইনদের বিরুদ্ধে রোমের সেলজুকদের সাহায্যার্থে অারতুগরুল মার্ভ থেকে আনাতোলিয়ায় আসেন। এ সময় তিনি বেশ কিছু ধারাবাহিক ঘটনার মাধ্যমে তিনি অটোম্যান সাম্রাজ্য সৃষ্টিতে নেতৃত্ব দেন যার উত্তরসূরিরা বীরদর্পে বিশ্বের রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে সুদীর্ঘকালব্যাপী কালিমার ঝাণ্ডা উড়ায়। তার ছেলে প্রথম উসমানের মত তাকেও গাজি উপাধিতে সম্বোধন করা হয়, যা দ্বারা ইসলামের জন্য লড়াই করা বীর যোদ্ধাদের বোঝায় |
Be the first to comment