সিরিয়া, লেবানন, তুরস্ক, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, ইয়েমেনসহ প্রায় সকল আরবদেশ জয় করে সিরিয়ান সিরিয়াল “ক্রুসেড” আসছে বাংলাদেশের এসএ টিভিতে। ইতিহাসে ক্রুসেডের নায়ক হচ্ছেন মহাবীর সালাহউদ্দিন আইয়ুবি। পুরোপুরি সত্য কাহিনী অবলম্বনে নির্মিত হয় এই সিরিয়ালে দেখা যাবে ইতিহাসের বাঁকে বাঁকে ঘটে যাওয়া সত্য কাহিনী, যা সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি গৌরবময় অধ্যায়। যেখানে দেখা যাবে কোনরূপ রক্তপাত ছাড়াই মুসলমানদের প্রিয় পবিত্র ভুমি বাইতুল মোকাদ্দাস বিজয়।
সিরিয়ালটিতে শান্তির ধর্ম ইসলামের নামে অহেতুক রক্তপাত, হানাহানির প্রতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবির চরম অনীহা দেখা যাবে। তিনি কোরআন, হাদিসের ভুল ব্যাখা দিতেও বারন করেন। তিনি ধর্মীয় উগ্রবাদীকে ইসলামের চরম দুশমন হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া দামেস্কের রানি জমরুদের নারী অধিকার নিয়ে সাহসি উচ্চারণ, দামেস্কের আমিরের কন্যা এসমত খাতুনের জ্ঞানগর্ভ কথা এবং মাঝে মাঝে আরবি গজল, কাসিদা, ক্রুসেডারদের রাজমহলে নর্তকীদের নাচ-গান, দামেস্কের সুন্দরি মেয়েদের প্রতি ক্রুসেডারদের আলাদা আকর্ষণ, আরব সংস্কৃতি, আরব খ্রিস্টান ও আরব মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানসহ সিরিয়ালটিতে একাদশ ও দ্বাদশ শতকের একটি পরিপূর্ণ আবহ তুলে ধরার প্রচেষ্টা দেখা গিয়েছে।
সিরিয়ালটিতে শান্তির ধর্ম ইসলামের নামে অহেতুক রক্তপাত, হানাহানির প্রতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবির চরম অনীহা দেখা যাবে। তিনি কোরআন, হাদিসের ভুল ব্যাখা দিতেও বারন করেন। তিনি ধর্মীয় উগ্রবাদীকে ইসলামের চরম দুশমন হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া দামেস্কের রানি জমরুদের নারী অধিকার নিয়ে সাহসি উচ্চারণ, দামেস্কের আমিরের কন্যা এসমত খাতুনের জ্ঞানগর্ভ কথা এবং মাঝে মাঝে আরবি গজল, কাসিদা, ক্রুসেডারদের রাজমহলে নর্তকীদের নাচ-গান, দামেস্কের সুন্দরি মেয়েদের প্রতি ক্রুসেডারদের আলাদা আকর্ষণ, আরব সংস্কৃতি, আরব খ্রিস্টান ও আরব মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানসহ সিরিয়ালটিতে একাদশ ও দ্বাদশ শতকের একটি পরিপূর্ণ আবহ তুলে ধরার প্রচেষ্টা দেখা গিয়েছে।
Category
😹
Fun