Skip to playerSkip to main contentSkip to footer
  • 9 years ago
হঠাৎ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ধলাই নদীর পানি বেড়েছে। এতে বন্যা কবলিত হয়ে পড়েছে ৭টি গ্রাম। প্রতিরক্ষা বাঁধের ৩টি স্থানে দেখা দিয়েছে ভাঙ্গণ। এদিকে, যমুনা নদীর পানি বাড়ায় মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙ্গণ।

মৌলভীবাজারের কমলগঞ্জের করিমপুরের বন্যা প্রতিরক্ষা বাঁধের ৩টি স্থানে দেখা দিয়েছে ভাঙ্গণ। এতে পাহাড়ি ঢলে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে ফসলি জমিতে।

মুন্সীগঞ্জ বাজার, শমসেরনগর, রহিমপুর ও পতনঊষা ইউনিয়নের ৭টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে ১০টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এসব এলাকার মানুষ।

উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেও কোন পদক্ষেপ নেয়নি।

এদিকে, অসময়ে পানি বাড়ায় যমুনার তীরবর্তী মানিকগঞ্জের চরকাটারী, কাঠালতলি, বাগপাড়া, লালপুরসহ ৬ থেকে ৭টি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে বেশ কিছু স্থাপনা।

Category

🗞
News

Recommended