কুরআন ও হাদিসে উল্লেখ পোষাক পড়ার নিয়ম আছে ছেলে ও মেয়েদের জন্য প্রধানত নিয়ম ৬টি। এনিয়মগুলোকে হিযাব বা পর্দা বলা হয় । এনিয়মগুলো হলো :
1. মুখ ও হাতের তালু ছাড়া মেয়েদের সব সময় সমস্ত শরীর সব সময় ঢাকা থাকবে । 2. এমনভাবে পোশাক পরিধান করবে তা কোন প্রকার আটসাট হবে না যাতে শরীরের গড়ন বঝা যায় । ঢিলাঢালা পোশাক পড়তে হবে । 3. পোশাক পরিচ্ছদ স্বচ্ছ হবে না, যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় । 4. পোশাক পরিচ্ছদ আকর্ষনীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষন করে । 5. পোশাক পরিচ্ছদ এমন হবে না,যা অমুসলিমদের মত । যেমন : খ্রিস্টানদের ক্রস পড়া যাবে না । 6. এমন পোশাক পরিধান করা যাবে না,যা বিপরীত লিঙ্গের পোশাকের মত।
হিজাব বা পর্দা বলতে শুধু পোশাক বঝায় না, বরং ব্যক্তির আচরন ,ব্যবহার্,দৃষ্টিভঙ্গি এবং সৎ ইচ্ছাকেও বোঝায়।
পোশাক পরিচ্ছদের পাশাপাশি চোখ,হাত,মুখ,নাক,কান এবং হৃদয়েরও পর্দা বা হিজাবকে আয়ত্ব করতে হবে ।
Be the first to comment