An Islamic song on Cham language of Vietnam.

  • 11 years ago
অনেকে বলে থাকেন, সেলোয়ার কামিজ একান্তই ভারতীয় উপমহাদেশের মেয়েদের পোষাক । এই কথা মোটেও ঠিক নয় । মেশকাত শরীফে স্পষ্ট বলা আছে : মেয়েদের পোশাক হচ্ছে -

১. সেলওয়ার,
২. পূর্ণ হাতা বিশিষ্ট কামীছ,
৩. চাদর জাতীয় মোটা কাপড়ের ওড়না গায় দিয়ে থাকতে হবে যাতে মুখ ও হাতের তালু ছাড়া মেয়েদর সব সময় সমস্ত শরীর ঢাকা থাকবে ।
৪. সেন্ডেল ।

আজ আমরা দেখবো, ভিয়েতনামের একটা মিউজিক ভিডিও যাতে ভিয়েতনামের মুসলিমরা চাম ভাষায় গান গাচ্ছেন একটা মসজিদের সামনে ।চাম ভাষায় কথা বলে কম্বোডিয়া ও ভিয়েতনামের মুসলিমরা । এভাষায় প্রায় ৫ লাখ লোক কথা বলে ।এই অঞ্চলের মুসলিমদের দাবি তারা রাসুলের সাহাবী জয়নব বিনতের জাহাস (রা.)-এর বাবার বংশধর বা তার সহচরদের বংশধর ।

এই গানে আমরা দেখতে পাবো, ভিয়েত নামের দুইটা মুসলিম আপু সেলোয়ার, ফুল হাতা কামিজ ও ওড়না পড়ে গান গাচ্ছেন । আর তারা এমনভাবে পোষাক পড়েছেন যাতে তাদের মুখ ও হাতের তালু ছাড়া পুরো শরীর ঢাকা রয়েছে এবং তাদের মাথা ও বুক পর্যন্ত ঢাকা যায় এমনভাবে তারা ওড়না পড়েছেন । কিন্তু তাদের মুখমন্ডল খোলা রয়েছে । মূলত এভাবে পোষাক পড়াই সাধারণ মুসলিম মেয়েদের নিয়ম । আমরা ভারতীয় উপমহাদেশের ইতিহাসেও দেখতে পাই সাধারণ মুসলিম মেয়েরা এমনই পোষাকই পড়েছেন ।

বাংলাদেশে ১২০৪ খৃষ্টাব্দে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রসার ও প্রচারের সময় হতেই সাধারণ মুসলিম মেয়েরা এভাবে পোষাক পড়ে এসেছেন । সুলতানী আমল ও মুগল আমলেও সাধারণ মুসলিম মেয়েরা এমন পোষাক পড়তো । কিন্তু ১৭৫৭ সালের পর ইংরেজ আমলে ধর্মীয় ক্ষেত্রে গোড়ামী ও কঠোর মনোভাব বিস্তার লাভ করে এবং বিভিন্ন ধর্মীয় আন্দোলনের মাধ্যমে মেয়েদের অবরুদ্ধ করে রাখার দৃষ্টিভঙ্গিই শুধু নয়, মুসলিমদের মধ্য হতে নাচ ও গানকে নিষিদ্ধ বলে বিধান জারি হয় । সে অবস্হা আজও বজায় রয়েছে । বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ পরাধীন হয়েছে, কিন্তু তারা এমন অবস্হায় পড়েনি ।

আমরা ইমাম গাজ্জালীর এহইয়াউ উলুমুদ্দীন বইয়ে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে দেখানো হয়েছে, মুহাম্মদ (সা.)আনন্দের অতিশয্যে নেঁচেছেন । আর কবিতা-গান এসব তো ছিল আরবের ঐতিহ্য । এর ধারা বহমান ছিল ওসমানীয়া খিলাফতের আগ পর্যন্ত ।

ইংরেজ শাসন আমলে মুসলিম মেয়েদের মধ্যে পরিকল্পিতভাবে হিন্দুয়ানী পোষাক শাড়ি-কে জনপ্রিয় করা হয় । এই পোষাক হিন্দু মন্দিরের সেবাদাসী ও দেবদাসী-দের পোষাক । উপরন্তু এই পোষাক হিন্দু ঐতিহ্যের স্মারক । শাড়ি পড়া হতে মুসলিম মেয়েদের বিরত থাকতে হবে ।

শাড়ির উৎপত্তি ভারতের মগধের সম্রাট ২য় চন্দ্রগুপ্তের গ্রীক দেশীয় স্ত্রী ভারতীয় মেয়েদের মধ্যে শাড়ি পড়ার প্রচলন করেন । সুতরাং শাড়ি মুসলিম মেয়েদের ঐতিহ্য না । এটা হিন্দুদের ঐহিত্য । মন্দিরের সেবাদাসি ও হিন্দু মেয়েদের পোষাক শাড়ি ।

Recommended