ভক্তদের দেওয়া সোনার অলংকারে সুসজ্জিত কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী প্রতিমা ৷ যদিও 'বুড়িমা' নামেই বেশি পরিচিত তিনি ৷ নবমীতে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় ছিল লক্ষ্য করার মতো ৷ কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় বুড়িমার পুজোকে কেন্দ্র করে। কয়েক কেজি সোনার গয়নায় সজ্জিত হন দেবী ৷ সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন কারণ নিয়ে দেবীর শরণাপন্ন হন ভক্তরা। দেবী অত্যন্ত জাগ্রত বলেই মনে করেন দর্শনার্থীরা। প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর জন্য ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্ত ৷ ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ ৷ এছাড়াও সুব্যবস্থাও করা হয়েছে ভক্তদের জন্য। বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায় ভক্তদের।জানা যায়, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন কৃষ্ণনগরে ৷ এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য জায়গাতেও। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে আলোর খ্যাতি রয়েছে কিন্তু সাবেকী আনার ছোঁয়া রয়েছে কৃষ্ণনগরেই ৷ রাজ বাড়িতে দেবী মূর্তি স্থাপন করে পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় ৷ তাই ঐতিহ্যের ছোঁয়া রয়েছে নদিয়ার জগদ্ধাত্রী পুজোয় ৷ যার মধ্যে অন্যতম বুড়িমা। চাষাড়া বারোয়ারির প্রায় 180 বছরের এই পুজোর ঐতিহ্য এখনও একইভাবে চলে আসছে । শুক্রবার বুড়িমার শোভাযাত্রা ৷ আর তাকে কেন্দ্র করে এখন থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে । জগদ্ধাত্রী পুজো উৎসবকে কেন্দ্র করে কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে নো-এন্ট্রি, আর প্রত্যেকটি পুজো মণ্ডপে রয়েছে পুলিশি প্রহরা। বলা যেতেই পারে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে জমজমাট নদিয়ার শান্তিপুর ও কৃষ্ণনগর ৷কলকাতায় নারায়ণরূপী শতাব্দী প্রাচীন জগদ্ধাত্রী, লোকে ডাকেন 'বুড়ো মা'
Be the first to comment