Little London in Bangladesh. Sylhet Valley City | দেখতে পুরোটাই লন্ডনের মত.
Sylhet Valley City - 'সিলেট ভ্যালি সিটি' নামের এই আবাসিক এলাকাটি সিলেটে লন্ডনি পাড়া নামে খ্যাত। অনেকটা লন্ডনের বাড়িগুলোর আদলে তৈরি করা প্রায় ৭০ টি বাড়ি নিয়ে গড়ে উঠেছে এই লন্ডনি পাড়া। পাহাড়ের উপত্যকায়, চা বাগানের কোল ঘেঁষে গড়ে ওঠা, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সিলেট ভ্যালি সিটি নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও।