Skip to playerSkip to main content
  • 3 years ago
নরসিংদী শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরে মরজাল। দেশে লটকন ফলের সবচেয়ে বড় বাজার।মরজাল ও তার আশপাশের এলাকায়ই দেশের মধ্যে সবচেয়ে বেশি লটকন হয়। কাপড়, কলা আর লেবুর সঙ্গে লটকনও নরসিংদীকে বিখ্যাত করেছে। রায়পুরার মরজাল, বটিয়ারা, রাজাবাড়ি, শিবপুরের গিলাব, জয়নগর, কামারপাড়া, জানখারটেক, চৈতন্য, সৃষ্টিগড়, কামারটেকে লটকনের ব্যাপক উৎপাদন হয়। এখানাকার প্রায় সব লোকই লটকন চাষ করে। যাদের বাগান নেই, তাদেরও ১০-১২টি গাছ আছে। নরিসংদী ছাড়াও ময়মনসিংহ, সিলেট, মানিকগঞ্জ আর গাজীপুরে লটকন হয়। তবে সেগুলো নরসিংদীর মতো অত মিষ্টি নয়।

Category

🏖
Travel
Be the first to comment
Add your comment

Recommended