Skip to playerSkip to main content
  • 3 years ago
কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের শিয়ালা ভবানীপুরে বাস করেন অবহেলিত প্রতিভাধর শিল্পী বাউল দম্পত্তি সাহেব আলী ও নার্গিস বেগম। তাদের দুজনের মধ্যে সাহেব আলী জন্মান্ধ ও নার্গিস বেগম বড়ই জনম দুঃখী।শিয়ালা ভবানীপুরে এক টুকরো সরকারি জায়গায় তাদের বসবাস। সেখান থেকেই বিভিন্ন এলাকায় বাউল গান করে কোনমতে চলে তাদের সংসার। গুণী বাউল শিল্পী হিসেবে এই দম্পত্তির পরিচয় সর্বত্র। গান আমাদের প্রাণের কথা বলে বাঙ্গালীর চিরায়িত বিভিন্ন অনুষ্ঠানে বরাবরই ডাক পরে এই বাউল দম্পত্তির। তাদের মধুর কন্ঠের যাদুতে বাউল বিচ্ছেদ গান দর্শক শ্রোতারা হন মুগ্ধ। কিন্তু বাউল গানের আসর ভেঙ্গে গেলে সহজে কেউ আর তাদের মনে রাখেনা । পাঁচ ভাই-বোনের মধ্যে বাউল সাহেব আলী ছিল পিতা-মাতার দ্বিতীয় সন্তান। বুদ্ধির পর থেকেই নিজ পরিবার ও সমাজের মানুষ অনেকটা বাঁকা চোখে দেখত। আপনজন ও মানুষের কটাক্ষে জীবনটা বিষিয়ে উঠতো প্রতিটা মুহুর্তে।

#বাউল_সাহেব_আলী_ও_নার্গিস_বেগম

Category

🎵
Music
Be the first to comment
Add your comment

Recommended