বগুড়া জেলার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামে থাকেন বাউল সুকুমার বৈরাগী। তাঁর জন্ম ১৯৫৬ সালে বৈরাগী বৈষ্ণব পরিবারে। বাল্যকালে পরিবার থেকেই গানের চর্চার শুরু। তাঁর দাদা প্রভু বৈরাগীর সঙ্গে তিনি গ্রামে গ্রামে গান করতেন। দাদার সঙ্গেই গ্রামে বিভিন্ন জায়গায় গান শুনতে যেতেন। এভাবে গানের প্রতি তাঁর ভালোবাসা জন্ম নেয়।
বলবো না গো আর কোনোদিন, ভালবাসো তুমি মোরে বলেছিলে গো ভালবাসি গো, আজ কেন গো এমনও হল।। এমনও হল এমনও হল। ভালবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ।। কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ। ভালবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গদে জ্বলে বারমাস।। বাউলের অন্তরে বাউলের অন্তরে।
Be the first to comment