Hoyto Tomari Jonno -- হয়তো তোমারই জন্য -- SEYLON Music Lounge

  • 2 years ago
প্রেমের দ্বারপ্রান্তে দাঁড়ানো প্রেমিকার মনের শেষ সংশয়টুকু উত্তোরণের জন্য অনুপ্রেরণা জোগাতে ব্যস্ত প্রেমিক। ভালোবাসার তীব্রতা প্রকাশে প্রেমিক-মনের দূরন্তপনা কখনো রূপ নেয় ছেলেমানুষি অস্থিরতায়। প্রেমিকার দ্বিধাগ্রস্ত মন জয়ের চেষ্টায় অবিচল এমনই এক প্রেমিকের চঞ্চলতা চমৎকারভাবে চিত্রিত মান্না দে’র ‘হয়তো তোমারই জন্য’-গানে।

হয়তো তোমার জন্যে (১৯৬৯)
মূল শিল্পী- মান্না দে
কথা ও সুর- সুধীন দাশগুপ্ত
কভার শিল্পী- মিফতাহ্ জামান
মিউজিক রিঅ্যারেঞ্জমেন্টঃ পার্থ বডুয়া
প্রোডাকশনঃ ফোর্টিনাইন ব্লু
এজেন্সিঃ ক্রিয়েটো