পৌষ এলো পৌষ এলো//পৌষের গান//মান্না দে//শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য

  • last year
পৌষ এলো পৌষ এলো......

পৌষের গান
রেকর্ড শিল্পী :- সুর সাধক মান্না দে।
সুরকার :- মৃণাল বন্দ্যোপাধ্যায়।
পরিবেশনায় :- জয়দীপ ভট্টাচার্য্য।
তবলায় :- সুব্রত দাস।

Poush elo poush elo....

Pousher gaan.
Manna De
Composer:- Mrinal Banerjee.
Artist :- Jaydip Bhattacharyya.
Accompany:- Subrata Das.

-: গানের কথা:-

পৌষ এলো পৌষ এলো
রোদ পোহানো শীত চোয়ানো হাওয়ায় এলোমেলো।।

মা সারদার জন্মতিথিটর পূণ্য লগনে
পয়লা পৌষ প্রণাম জানাই মায়ের চরণে।
ভক্তরা তাঁর আশীর্বাদে আলোর সারা পেলো।।

পাটিসাপটা নলেন গুড়ের পায়েস পিঠে পুলি,
আনন্দে দেয় ভরিয়ে এখন পৌষালী দিনগুলি।
মকরসংক্রান্তি তিথি ঐ সাগর সংগমে---
স্নান করে যান সবাই কপিল মুনির আশ্রমে,
দুখির ঘরে যেন দেখি অভাব চুকে গেলো।।।




Recommended