পদ্মা রিসোর্টঃ মাওয়া ফেরী ঘাট থেকে চৌরাস্তা মোড় - লৌহজং পুলিশ ফাঁড়ি - পদ্মা রিসোর্ট সর্বমােট ১৬টি ডুপ্লেক্স কটেজের নিয়ে তৈরি হয়েছে পদ্মা রিসাের্ট । যার ১২টি কটেজের নাম করা হয়েছে বাংলার ১২ মাসের নাম অনুযায়ী । আর বাকি ৪টা নামকরন হয়েছে ঋতুর নামে । একটু নিরিবিলি থাকতে চান তাে সর্বপশ্চিমের কটেজগুলাে এবং এগুলাে বাংলা মাসের নাম অনুযায়ী শুরু । প্রতিটি কটেজে আছে একটি বড় বেডরুম , দুটি সিঙ্গেল বেডরুম , একটি ড্রইংরুম । আছে দুটি ব্যালকনি এবং একটি বাথরুম । প্রতিটি কটেজে ৮ জন করে থাকা যাবে ।
Be the first to comment