করোনা ভাইরাস থেকে কি ভাবে বাঁচবেন (covid-19) সমস্ত বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে । প্রতিনিয়ত আক্রন্ত রুগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । এই সময় আমাদের প্রকৃত বন্ধু হচ্ছে আমাদের রোগ প্রতিরদ ক্ষমতা । রোগ প্রতিরদ ক্ষমতা দ্রুত বৃদ্ধি করতে আমাদের সাহয্য করবে HGH .। HGH হরমোন জম্মের পর হতে সারা জীবনব্যাপী অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত মানব দেহের মাথার পিছনে অবস্থিত পিটুইটারী গ্লান্ড হতে নিঃস্বরণ হয়ে থাকে। HGH হরমোন এর নিঃস্বরণ মানব দেহে যৌবন অবস্থায় সর্বোচ্ছ স্তরে পৌছে এবং তারপর প্রতি ১০ বছরে ১৪% করে কমে যেতে থাকে। HGH হরমোন এর গুরুত্বপূর্ণ কাজ ২৫ বছর বয়স পর্যন্ত শারীরিক বৃদ্ধির জন্য অতিব প্রয়োজনীয়, ২৫ বছর বয়স পর্যন্ত মানবদেহের হাঁড় বা কঙ্কালের বর্ধনে সহায়তা করে। ভালো স্বাস্থ্য ও মাংশ-পেশী তৈরি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা ও অন্যান্য হরমোন কে ব্যালেন্সে রাখা। আর একমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা পারে আমাদের যে কোন ধরনের ভাইরস থেকে মুক্ত রাখতে। ঐএঐ থাইরয়েড হরমোন, মেলাটনিন হরমোন ও ডিএইচইএ হরমোন কে ব্যালেন্সেসে রাখে। যার মাধ্যমে আমাদের দেহের বডি ডিফেন্স সিন্টেম বিল্ট হয়। হিউ ম্যান গ্রোথ হরমন প্রাকৃতিক ভাবে কোন প্রকার সাইড এপেক্ট ব্যতিত উৎপাদান করতে হলে আমাদের প্রয়োজন ৪ প্রকার এ্যামাইনো এসিড আরজেনিন, লাইসেনিন, গ্লুটামিস, অরনেথিন এই ৪টি উপাদান আমাদের পিটেইটপি গ্লান্ড থেকে গ্রোথ হরমন রিলিজ করতে সহায়তা করে। বর্তমানে যেহেতু খুব দ্রুত ভাবে করোনা ভাইরাস মুকাবেলা করতে হবে তাই আমাদের প্রয়োজন ভিটামিন, মিনারেল, এ্যামাইন এসিড সম্পূর্ণ ডায়েট চাট। বর্তমানে যা নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের প্রয়োজন একটি ডায়েটারি সাপ্লিমেন্ট যা খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। ডায়েটারি সাপ্লিমেন্ট হল এমন একটি উপাদান যা কোন খাবারের পরিবর্তে দেয়া হয় ঐ খাবারের সমস্ত উপাদান সমূহ সাপ্লিমেন্টের পরিপূরক হিসাবে দেয়া হয়, ঐ বস্তুর মধ্যে সঠিক মাত্রায় গুনগত মান ঠিক রেখে সমস্ত পুষ্টির মান সমূহ দেয়া থাকে। ডায়েটারি সাপ্লিমেন্টের উপাদান সমূহ অত্যন্ত গুরুত্ব পূর্ণ প্রয়োজনীয় কিছু উপাদানের সমন্বয়ে তৈরি হয়ে থাকে তা হল ঃ- ভিটামিন মিনারেল এ্যামাইনো এসিড, ন্যাচারাল বা বোটানিক্যাল জাতীয় বস্তু দ্বারা সমন্বিত। কিছু কিছু ডায়েটারি সাপ্লিমেন্ট আপনাকে সাহায্য করবে নিশ্চিতভাবে যে, আপনি যে খাবারের পরিবর্তে এটি খাচ্ছেন ঐ খাবারের সমস্ত পুষ্টি উপাদান সমূহ আপনি সঠিক মাত্রায় এ সাপ্লিমেন্টর মধ্যে পাবেন। অন্য দিক হতে এটি বিভিন্ন রোগের ঝুঁকি হতে আপনাকে রক্ষা করবে। সাথে সাথে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন আরগানের কার্যক্ষমতা দ্রুত বাড়াবে। আপনার ডিপ্রেশন বা মানুসিক চাপ কমিয়ে আপনার শরীরকে সতেজ ও সজীব করবে। ডায়েটারী সাপ্লিমেন্ট ট্যাবলেট, ক্যাপসুল, সফ্ট জেল, লিকুয়িড বা তরল, জেলক্যাপ এবং পাউডার আকারে পাওয়া যায়। এমন একটি ডায়েটারি সাপ্লিমেন্ট হচ্ছে বায়ো স্প্রে প্লাস যা ১৪ থেকে ২১ দিনের মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে সক্ষম। বায়ো স্প্রে প্লাস বিশে^র প্রায় ৬৮ টি দেশে বিপনন হচ্ছে। বায়ো স্প্রে প্লাসের কাঁচা মাল হচ্ছে ক্লোস্টাম লিকয়েট বা গাবির সাল দুধ। ক্লোস্টাম লিকয়েট এ রয়েছে সমস্ত ভালো চর্বি, সমস্ত এ্যামাইনো এসিড, সমস্ত প্রোবায়োটিক বেকটেরিয়া। বায়ো স্প্রে প্লাসে রয়েছে ১০ প্রকার এ্যাসেন সিয়াল ভিটামিন, ১০ মিনারেল, ২২ এ্যামাইনো এসিড, ৩ ইমোনোগ্লোবিন, ৩ প্রকার গ্রোথ ফেক্টর।
#https://www.facebook.com/AbNutric-Keranigonj
করোনা ভাইরাস থেকে বাঁচুন, abnutric keranigonj, covid-1