রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে ইসলামের আদর্শ ও এর যাবতীয় নির্দেশ যেমন মেনে চলার হুকুম দিতেন—তেমনি তা স্মরণ রাখতে এবং অনাগত মানব সভ্যতার কাছে পৌঁছে দেয়ারও নির্দেশ দিয়েছেন। হাদীস চর্চাকারীর জন্য তিনি নিম্নোক্ত ভাষায় দোয়া করেছেন : نَضْرَ اللهُ امْرَأَ سَمِعَ مَقَالَتِي فَحَفِظَهَا وَوَعَاهَا وَأَدَاهَا إِلَى مَنْ لَّمْ يَسْتَعْهَا “আল্লাহ সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন—যে আমার কথা শুনে স্মৃতিতে ধরে রেখেছে, তার পূর্ণ হেফাজত করেছে এবং এমন লোকের নিকোট পৌঁছে দিয়েছে, যে তা শুনতে পায়নি” (তিরমিজি, ৪র্থখণ্ড, বাংলা অনুবাদ, হাদীস নং ২৫৯৩-৫; উমদাতুল কারী, খণ্ড২.,পৃষ্ঠা.৩৫)। আমাদের চ্যানেলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বনি য়েমন সহীহ তিরমিযী, সুনানে ইবনে মাজাহ, সহীহ বুখারী,আবু দাউদ শরিফ, মুসলিম শরিফ, ইত্যাদির বাঃলা কিতাবের সহীহ হাদীহ। ইসলামিক একাডেমি এন পি, বেক্তিগত উদ্যেগ মুসলিম ভাই ও বোনদের জানানোর চেষ্টারকিতেছি এতে জনগণের সামানো তমও য়োদি উপকারে আসতে পারি হয়ত আল্ল'হ রাব্বুল আলামিন এই অদমকে কমা করবেন। এতে আপনাদের ভলো লাগলে চ্যানেল সাবেস্কাভ করে আমাদের সাথে তাকুন,দন্যবাধ সবাইকে।@ইসলামিক একাডেমি (এন পি) Islamic Academy (NP) #হাদীস_বিশ্ব_নবীর_বাণী#ইসলামিক_একাডেমি_এনপি #সুনান_ইবনে_মাজহা #সহীহ_আত্ত_তিরমিযী_শরীফ #হে_মুমিনগণ!👉 @Bandari24 ============================ ৮৩০। আল-বারাআ ইবনে আয়োব (রাদিআল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে জোহরের নামাজ পড়তেন। আমরা সূরা লুকমান ও সূরা জারিয়াত থেকে তাঁর পঠিত আয়াতের পর আয়াত শুনতে পেতাম। ========================== #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #সুনানে_ইবনে_মজাহ 1. https://youtu.be/SuR2JG79K1o 2. https://youtu.be/a6f3cxkDjdQ 3. https://youtu.be/NRNEz1kFqCM ============================ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী দেখুন সুনানে ইবনে মাজহ বল্কে 👉https://sahimajah.blogspot.com/