Published on Aug 13, 2015 হিন্দি সংস্কৃতি এখন দিন দিন আমাদেরকে ধংসের শেষ পর্যায়ে নিয়ে আসছে। আমাদের অনেক মায়েরা তার স্বামীকে ছেড়ে দিতেও রাজি শুধু এই হিন্দি সিরিয়াল দেখে দেখে, বোনেরা জড়াচ্ছে পরকিয়া প্রেমে আর সর্বনাশ দেকে আনছে জীবনে বিচ্ছেদের মাধ্যমে। আমরা ধিক্কার জানাই সেইসব ফ্যামিলি কে এবংদোয়া করি যেন আমরাও আমাদের ফ্যামিলি কে এদের এসব অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে পারি । আমীন। গানটি আমেরিকার উম্মাহ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের নিয়ে মুনা কনভেনশন ২০১৫ তে গেয়েছিলাম। গানটি লিখা ও সুর শিল্পী মাসুদ রানা ভাই
by Iqbal Hossain Jibon and Ummah cultural group USA