সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ছাড় হচ্ছে না

  • 12 years ago
সময়নিউজ.টিভি: ২০১২-১০-০৭
সুনির্দিষ্ট নীতিমালার অভাবে বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ একশ কোটি টাকা ছাড় হচ্ছে না বলে জানালেন বানিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। শনিবার রাজধানীতে তৃণমূল নারী উদ্যোক্তা সম্মেলন ২০১২ উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তৃণমূল নারী উদ্যোক্তাদের সংগঠন,AGWEB'র সভাপতি মৌসুমী ইসলাম,দেশি-বিদেশি মেলায় নারী উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে স্টল বরাদ্দের পাশাপাশি সরকারি প্রচারণা আরও বাড়ানোর দাবি জানান। অনুষ্ঠানে বক্তারা নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা ও সরকারী নীতিমালার অভাব সহ বিভিন্ন সমস্যা মন্ত্রীর সামনে তুলে ধরেন। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৬০০ নারী উদ্যোক্তা অংশগ্রহন করেন।

http://www.somoynews.tv/details.php?id=651

Recommended