ইয়ুথ ক্লাব বুধবার রাত ০৮·৩০

  • 12 years ago
সময়নিউজ.টিভি: ২০১২-১০-০৬
সময় টেলিভিশনে তরুণদের জন্য সাপ্তাহিক আয়োজন ইয়ুথ ক্লাব। একুশ শতকের তরুণদের জীবনযাত্রা, তাঁদের আগ্রহ, ভাবনা-চিন্তা, পছন্দ-অপছন্দ, পড়াশোনা, শখ, পেশা--এরকম যা কিছু তারুণ্যের সবই ইয়ুথ ক্লাবের আওতাভুক্ত। তরুণদের প্রতিদিনের ছোটখাট খুটিনাটি বিষয়গুলোর প্রতিও নজর রাখার চেষ্টা করা হয়এ অনুষ্ঠানে।

এছাড়া প্রতিপর্বেই তরুণদের অনুকরণীয় একজন ব্যক্তির জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করা হয় ইয়ুথ ক্লাব অনুষ্ঠানে।

ইয়ুথ ক্লাব প্রচারিত হয় প্রতি বুধবার রাত ০৮.৩০ মিনিটে।

http://www.somoynews.tv/details.php?id=608