বারাসত, নৈহাটির পাশাপাশি মা কালীর আরাধনায় মেতেছে হুগলির পাণ্ডুয়া । একাধিক ঐতিহাসিক ও বনেদি বাড়ির কালীপুজো মিলিয়ে পাণ্ডুয়া ব্লকে ছোট-বড় প্রায় 20টি পুজো হয় ৷ গত কয়েক বছর ধরে থিমের প্রতিযোগিতায় মেতে উঠেছে পুজো কমিটিগুলি । প্রতি বছরই আলোকসজ্জা, প্রতিমা থেকে মণ্ডপশয্যায় থাকে অভিনবত্বের ছোঁয়া । এই বছরও তার ব্যতিক্রম হয়নি । কোথাও রাজস্থানের রাজমহল, কোথাও আবার দক্ষিণ ভারতের ময়ূর মহল ৷ ভিন্নরকমের এই মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় পাণ্ডুয়ায় ৷এই বছর দশভুজা রূপে মা কালীর আরাধনা করছে মেলাতলা ব্যবসায়ী সমিতি । এই বছর তাদের পুজো 67 বছরে পদার্পণ করেছে । এই বছর তাদের থিম দক্ষিণ ভারতের ময়ূর মহল । মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে কাঠের পেঁচা, বিভিন্ন রঙের গামছা, পুতুল, হাঁড়ি, কুলো, লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি । মায়ের ডান দিকে রয়েছে নিমাই ও নারায়ন এবং বামদিকে রয়েছে কৃষ্ণ ও রাধা । কালীপুজো উপলক্ষে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জিটি রোড দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয় । সেই সঙ্গে, পাণ্ডুয়ায় প্রবেশের 5টি পথে পার্কিং জোন করা হয়েছে । আগামী 23 অক্টোবর শোভাযাত্রায় প্রতীমা নিরঞ্জন করা হবে ৷
Be the first to comment